সকল মেনু

বিশিষ্ট ক্রীড়া সংগঠক ফজলুল হক খানের ইন্তেকাল

বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও একাত্তর টিভির প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ফজলুল হক খান আর নেই (ইন্না লিল্লাহি…..রাজিউন)। মৃত্যুকালের তার বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুর বাবা। আজ বুধবার দুপুর ১২টায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পেশাগত জীবনে তিনি গণপূর্ত বিভাগের অতিরিক্ত প্রকৌশলী হিসেবে অবসরে যান।

বিশিষ্ট এ ক্রীড়া সংগঠক বিএও মহাসচিব, বাফুফে প্রেসিডেন্ট, বিসিবি প্রেসিডেন্ট, মোহামেডান ক্লাবের ডিরেক্টর ইনচার্জ, হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক, মাহিলা ক্রীড়া সংস্থার প্রেসিডেন্ট ও সাধারণ সম্পাদক, আর্চারি ও হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, শেখ রাসেল ক্রীড়াচক্রের সভাপতিসহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top