সকল মেনু

চকবাজারে দুই আফিম বিক্রেতাসহ গ্রেপ্তার ৪

নগরীর পাঁচলাইশ থানার চকবাজার অংশ থেকে এক কেজি আফিমসহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃতদের দুই আফিম বিক্রেতা বলে জানা গেছে।

মঙ্গলবার গভীর রাতে চকবাজারের জামান হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- জিল্লুল করিম (৪৯), মো. মাহবুবুল আলম মাসুদ (৩৮), মকবুল আহমেদ (৬০) ও মো. সোহেল (২৮)।

চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপ-পরিচালক মো. আসলাম খান  বলেন, ‘আমাদের কাছে খবর ছিলো জামান হোটেলে কয়েকজন মাদক ক্রেতা-বিক্রেতা অবস্থান করছে। রাতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে জিল্লুল ও মাসুদ মাদকবিক্রেতা।’

বর্তমান বাজারে এক কেজি আফিমের মূল্য ২০ থেকে ৩০ লাখ টাকা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বন্দর সার্কেলের পরিদর্শক ব্রজলাল চাকমা এ ঘটনায় পাঁচলাইশ থানায় একটি মামলা করেছেন বলে জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top