সকল মেনু

কেরাণীগঞ্জে খাজা সুপার মার্কেটে অগ্নিকাণ্ড

দক্ষিণ কেরাণীগঞ্জের খাজা সুপার মার্কেটে সটসার্কিটের দ্বারা আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় চারপাশে ধোঁয়ায় ছড়িয়ে পড়লে মার্কেটের বিভিন্ন গার্মেন্টেসের অন্তত ৫ কর্মচারী আহত হন।

বুধবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আহতরা হলেন- উজ্জ্বল (২৫), ইব্রাহিম (১৮), রনি (২৭), সামাদ (১৮), মানিক (২৮)।

জানা গেছে, দুপুরে খাজা সুপার মার্কেটের নিচতলায় হঠাৎ অগ্নিকাণ্ড হলে ২য় তলা থেকে নিচে মালামাল সরানোর সময় ধোঁয়ায় আছন্ন হয়ে অসুস্থ হয়ে পড়েন ৫ কর্মচারী। আহত অবস্থায় দুপুর আড়াইটার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

তাদের সহকর্মী আরিফ ও নজরুল জানান, আহতদের চিকিৎসা চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top