সিলেট নগরীর উপশহর থেকে এমসি কলেজ শাখা শিবিরের সভাপতিসহ দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার ভোরে উপশহরের একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- এমসি কলেজ শিবিরের সভাপতি রাসেল আহমদ ও তার সহযোগী আশিক উল্লাহ।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সিলেট গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. তৌহিদুল ইসলাম চৌধুরী তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তৌহিদুল ইসলাম চৌধুরী জানান, গ্রেপ্তারের পর থেকে সিলেট গোয়েন্দা পুলিশ কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।