Tuesday , March 28 2023
প্রচ্ছদ / জাতীয় / দুদকের নতুন চেয়ারম্যান ইকবাল মাহমুদ

দুদকের নতুন চেয়ারম্যান ইকবাল মাহমুদ

 দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান পদে সাবেক সচিব ইকবাল মাহমুদকে নিয়োগ দেয়া হয়েছে। তিনি দুদকের বর্তমান চেয়ারম্যান মো. বদিউজ্জামানের স্থলাভিষিক্ত হচ্ছেন। সেই সঙ্গে প্রতিষ্ঠানটির কমিশনার পদে নিয়োগ পেয়েছেন সাবেক জেলা জজ আমিনুল ইসলাম। তিনি নিয়োগ পেয়েছেন বিদায়ী কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পুর পদে।

প্রশাসন ক্যাডারের ৮১ ব্যাচের কর্মকর্তা ইকবাল মাহমুদকে এর আগে বিটিআরসি’র চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হলেও যোগদান করেননি।

ইকবাল মাহমুদ জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। গত বছরের ২৯ নভেম্বর তিনি অবসরোত্তর ছুটিতে যান। তিনি এশীয় উন্নয়ন ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবেও কাজ করেন।

Leave a Reply

Your email address will not be published.