মেসার্স ও. ফ্যাশন ক্যাফের সত্ত্বাধিকারী হেলেনা আক্তারকে এসএমই নারী উদ্যোক্তা বিনিয়োগের ২০ লাখ টাকা দিয়েছে ইসলামী ব্যাংক।
বুধবার বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে ইসলামী ব্যাংকের পক্ষে হেলেনা আক্তারের হাতে চেক তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা, নির্বাহী পরিচালক নির্মল চন্দ্র ভক্ত, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট-এর মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধুরী, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির প্রিন্সিপাল কে এম জামশেদুজ্জামান ও ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আলতাফ হোসাইন।