Wednesday , May 31 2023
প্রচ্ছদ / বিনোদন / সাত দেশে মুক্তি পাবে শুভ-মাহির ‘ঢাকা অ্যাটাক’!

সাত দেশে মুক্তি পাবে শুভ-মাহির ‘ঢাকা অ্যাটাক’!

সময় কন্ঠ ডেস্কঃ বাংলাদেশের বাইরে মালয়েশিয়াসহ ইন্দোনেশিয়া ও ব্রুনাইয়েও মুক্তি পাবে দীপঙ্কর দীপনের আলোচিত চলচ্চিত্র ‘ঢাকা অ্যাটাক’। ইতিমধ্যে মালয়েশিয়ান ডিস্ট্রিবিউশন কোম্পানি কিউ-প্লেক্সের সঙ্গে চলচ্চিত্র সংশ্লিষ্টদের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইংরেজি এবং স্ব-স্ব ভাষার সাব-টাইটেলসহ বাণিজ্যিকভাবে প্রদর্শিত হবে চলচ্চিত্রটি।

গত ২৯ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ মালয়েশিয়া ভিত্তিক কিউ-প্লেক্সের কর্ণধার দাতো তায়ার শরিফ এক ঝটিকা সফরে বাংলাদেশে এসে ছবিটির তিন প্রযোজনা প্রতিষ্ঠান স্প্ল্যাশ মাল্টিমিডিয়া, ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেড এবং থ্রি হুইলারস লিমিটেডের সাথে এক বৈঠকে বসেন। বৈঠকের সিদ্ধান্ত অনুসারেই সম্প্রতি উল্লিখিত চুক্তিটি স্বাক্ষরিত হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তবে অনুসন্ধানে দেখা যায়, ঢাকা অ্যাটাকের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত প্রতিষ্ঠান কিউ-প্লেক্স কোন পরিবেশক প্রতিষ্ঠান নয়। সেহেতু, প্রতিষ্ঠানটি চলচ্চিত্রটি পরিবেশনার অধিকার কতটুকু রাখে তা জানতে চাওয়া হয় নির্মাতা দীপংকর দীপনের কাছে। দীপন বলেন, ‘কিউ-প্লেক্স কোনো পরিবেশক প্রতিষ্ঠান নয় সেটা সত্যি। তবে মালয়েশিয়ার তিনটি বড় বড় পরিবেশক প্রতিষ্ঠানের একটি প্রভাবশালী পরিবেশকের সঙ্গে তাদের যোগাযোগ আছে। যাদের মাধ্যমে ‘ঢাকা অ্যাটাক’ মালয়েশিয়াসহ তিনটি দেশে মুক্তি পাবে।’

দীপন আরও যোগ করেন, ‘এ পরিবেশনায় আমাদের পূর্ণ সহযোগিতা করছে মালয়েশিয়ান পুলিশ। আমাদের ছবিতে একটি চরিত্র আছে যার ইনভেস্টিগেশনের জন্য মালয়েশিয়ান পুলিশকে ব্যবহার করতে হবে আমাদের। চলতি মাসের শেষেই আমরা মালয়েশিয়ায় যাচ্ছি এটি শ্যুট করতে।’

এছাড়াও অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ (কলকাতা) কয়েকটি দেশের ডিস্ট্রিবিউটরদের সাথে বাঙালি অধ্যুষিত এলাকায় ‘ঢাকা অ্যাটাক’ সিনেমাটি মুক্তি দেয়ার বিষয়ে আলোচনা চলছে বলে জানালেন নির্মাতা দীপন। তিনি বলেন, ‘মূলত তিনটি দেশে এখন পর্যন্ত চলচ্চিত্রটি মুক্তির ব্যাপারে নিশ্চিত হয়েছি আমরা। বাকি চারটি দেশে বিভিন্ন এজেন্টের সঙ্গে আলোচনা চলছে। কী প্রক্রিয়ায় চলচ্চিত্রটি সেসব দেশে মুক্তি পাবে তা পরবর্তীতে জানাতে পারবো।’

চলচ্চিত্রটির কাহিনীকার, টেকনিক্যাল কন্সালট্যান্ট এবং ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতির সমন্বয়ক সানী সানোয়ার এ প্রসঙ্গে বলেন, ‘চলচ্চিত্রটির অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান স্প্ল্যাশ মাল্টিমিডিয়ার মাধ্যমে আমরা চলচ্চিত্রটি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রুনাইয়ে মুক্তির ব্যাপারটি দেখছি। মূলত দেশগুলোর বাংলাদেশি দর্শকদের টার্গেট করেই চলচ্চিত্রটি মুক্তির পরিকল্পনা চলছে। আশা করছি প্রবাসী বাঙালিরা চলচ্চিত্রটি উপভোগ করতে পারবেন।’

উল্লেখ্য, ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে মূল চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ ও মাহিয়া মাহি। এ ছবিতে আরো অভিনয় করছেন শতাব্দী ওয়াদুদ, নওশাবা, এ বি এম সুমন প্রমুখ। চলতি বছরের জানুয়ারি থেকে চলচ্চিত্রটির শুটিং শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published.