সকল মেনু

প্ল্যাকার্ড হাতে রাস্তায় শামীমা তুষ্টি

প্ল্যাকার্ড হাতে রাস্তায় নেমেছেন অভিনেত্রী শামীমা তুষ্টি। আজ সকালে রাজধানীর শাহবাহ এলাকায় দেখা গেলে তাকে। তবে কোন রাজনৈতিক দলের মিছিলে নয়, সামাজিক সচেতনতায়। ধূমপানের বিরুদ্ধে সচেতনতা তৈরীতেই রাস্তায় নেমেছেন তিনি। প্লাকার্ডে লেখা আছে, ‘আমি ধূমপান মুক্ত, আপনিও কি?’ যাবতীয় মাদকের বিরুদ্ধে ঢাকা আহছানিয়া মিশনের ডাকা মানববন্ধন ও সমাবেশে যোগ দিয়েছেন তিনি।

তুষ্টি জানালেন, ‘আমি নিজে সব সময় মাদকের বিরুদ্ধে অবস্থান করেছি। দেশের তরুণদের মাদক থেকে দূরে থাকার জন্য আহ্বান করছি।’

পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় শামীমা তুষ্টি। ‘ইয়াং অ্যাক্টিভ’ নামে তার একটি রাজনৈতিক দলও আছে। এটি দেশের আর দশটি রাজনৈতিক দলের মতো নয়। গতানুগতিক ধারার বাইরে সমাজিক সচেতনতায় কাজ করছে দলটি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top