সকল মেনু

বাংলাদেশের আলু যাচ্ছে মালয়েশিয়া-সিঙ্গাপুরে

চলতি বছরে ৪০ হাজার মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ব্রুনাইতে আলু রপ্তানি শুরু করছে প্রাণ।

চলতি সপ্তাহে চট্টগ্রাম বন্দর থেকে এসব দেশে প্রায় ৪ হাজার মেট্রিক টন আলুর চালান পাঠানো হয়েছে। শিগগিরই সৌদি আরব, দুবাই, ওমান, কুয়েত, কাতার, হংকং, নেপাল ও শ্রীলংকাসহ বিভিন্ন দেশে প্রাণের প্যাকেটজাত আলু পাওয়া যাবে বলে জানিয়েছেন গ্রুপের প্রধান রপ্তানি কর্মকর্তা মো. মিজানুর রহমান।

তিনি বলেন, ‘আমরা প্রথমবারের মতো মৌসুমি এ সবজিটি রপ্তানি করছি। এটা আমাদের জন্য একটি নতুন অভিজ্ঞতা। গ্রানুলা, ডায়মন্ট, অ্যাসটেরিক্স ও কারেজ জাতের মানসম্পন্ন আলু রপ্তানি করছি।’

প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, ‘বিদেশে আলু রপ্তানির ব্যাপক সুযোগ রয়েছে। এর মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। লক্ষ্যমাত্রার অতিরিক্ত আলু উৎপাদন, সংরক্ষণ ও হিমাগার সুবিধা পর্যাপ্ত না থাকায় বাংলাদেশের কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। আগামীতে আমরা বিভিন্ন ধরনের সবজি রপ্তানি করবো বলে আশা করি।’

প্রাণ এগ্রো বিজনেস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা মাহতাব উদ্দিন বলেন, ‘আমরা দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে নিজস্ব চুক্তিভিত্তিক কৃষকদের মাধ্যমে আলু চাষ করছি। এসব কৃষকদের কাছ থেকে সংগৃহীত আলু বাছাই করে প্যাকেজিংয়ের মাধ্যমে রপ্তানি করা হচ্ছে।’

তিনি বলেন, ‘আমরা কৃষকদেরকে স্বল্পমূল্যে উন্নতমানের বীজ ও সার সরবরাহ করেছি এবং তাদের কাছ থেকে ন্যায্যমূল্যে আলু ক্রয়ও করছি।’ ফলে কৃষকরা আলু চাষে আরো উৎসাহী হয়ে উঠেছে।

উল্লেখ্য, বর্তমানে বিশ্বের ১২৪টি দেশে নিয়মিতভাবে প্রাণ পণ্য রপ্তানি হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top