Thursday , June 1 2023
প্রচ্ছদ / সারাদেশ / মাদক বিক্রির দায়ে মা-মেয়েকে কারাদণ্ড

মাদক বিক্রির দায়ে মা-মেয়েকে কারাদণ্ড

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক বিক্রির দায়ে মা ডলি (৪৫) ও মেয়ে সোনিয়া ওরফে সোনিয়াকে (২০) পৃথক মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার রাতে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভুঞা মাদক ব্যবসায়ীদের কারাদণ্ড প্রদান করেন।

সোনারগাঁ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসএই) আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার বৈদ্যেরবাজার সাতভাইয়া গ্রামে অভিযান চালিয়ে আইন উদ্দিনের স্ত্রী ডলি ও মেয়ে সোনিয়াকে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক করি। পরে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভুঞার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মা ডলি আক্তারকে দেড় বছর ও মেয়ে সোনিয়াকে ১২ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

তিনি আরো জানান, মাদক সম্রাজ্ঞী ডলির বিরুদ্ধে সোনারগাঁও থানায় ১৯টি মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.