Tuesday , March 28 2023
প্রচ্ছদ / জাতীয় / শাহজালাল বিমানবন্দরে আড়াই কেজি সোনা উদ্ধার

শাহজালাল বিমানবন্দরে আড়াই কেজি সোনা উদ্ধার

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আড়াই কেজি সোনা উদ্ধার করেছে শুল্ক কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটের দিকে সিঙ্গাপুর থেকে আসা একটি বিমান থেকে এ সোনা উদ্ধার করে শুল্ক প্রিভেনটিভ দল।

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক বিভাগের সহকারী কমিশনার রেজাউল করিম।

তিনি বলেন, রাতে সিঙ্গাপুর থেকে আসা আরক্স-৭৮৫ বিমান শাহজালালে অবতরণ করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ওই বিমানে তল্লাশি চালায় প্রিভেনটিভ দল।

তল্লাশিকালে বিমানের সিটের নিচে এক ধরনের মোজার ভেতরে কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ওই সোনা উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published.