লেবাননের জঙ্গি গোষ্ঠী হেজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে আরব লীগ। তাদের এ পদক্ষেপ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে বিভক্ত আরো বৃদ্ধি করবে বলে আশঙ্কা করা হচ্ছে। লেবাননের এই গোষ্ঠীটি দীর্ঘদিন ধরে সিরিয়ার প্রেসিডেন্ট বশির আল আসাদের পক্ষে লড়াই করে যাচ্ছে। শুক্রবার কায়রোতে আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে ওই সিদ্ধান্ত গৃহীত হয় বলে মিশরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মিনা জানিয়েছে।
মিশরের কূটনীতিক আহমেদ আবুল ঘেইতকে লীগের মহাসচিব হিসেবে নির্বাচিত করার মাত্র একদিন পরেই হেজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠনের তালিকায় ফেললো ২২ সদস্যের আরব লীগ। দীর্ঘদিন ধরেই এ গোষ্ঠীটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এর আগে হিজবুল্লাহর সামরিক শাখাটিকে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কালো তালিকায় সংযুক্ত করেছিল ইউরোপীয় ইউনিয়ন।