Wednesday , May 31 2023
প্রচ্ছদ / বিনোদন / মুক্তি পেয়েছে চুম্বন দৃশ্যে আলোচিত ‘গুণ্ডামি’

মুক্তি পেয়েছে চুম্বন দৃশ্যে আলোচিত ‘গুণ্ডামি’

সারা দেশের অর্ধ-শতাধিক প্রেক্ষাগৃহে শুক্রবার মুক্তি পেয়েছে শাহরিয়াজ ও বিপাশা কবির জুটির চলচ্চিত্র ‘গুণ্ডামি’। মুক্তির প্রথম দিনেই সিনেমাটি আলোচনা ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।

শাহরিয়াজ ও বিপাশার চুম্বন দৃশ্যের একটি ছবি ছড়িয়েছে ফেসবুকে। এতে কেউ লিখেছেন সাহসী হয়ে উঠছে বাংলাদেশের নায়িকারা। আবার কেউ কেউ কঠোর সমালোচনাও করেছেন।

চুম্বন দৃশ্য ঢাকাই চলচ্চিত্রে নতুন নয়। মাত্র কয়েক মাস আগে বাপ্পী-আঁচল অভিনীত ‘আজব প্রেম’ চলচ্চিত্রেও চুম্বন দৃশ্য নিয়ে সমালোচনা হয়েছে। এ ছাড়া শাকিব-পরীকেও চুম্বন দৃশ্যে দেখা গেছে। এসব চুম্বন দৃশ্য যতটা না সিনেমার জন্য তার চাইতেও বেশি বাণিজ্যের প্রয়োজনে, ফেসবুকে এমন মন্তব্যও করেছেন কেউ কেউ।

সাংবাদিক জাহাঙ্গীর বিপ্লব তার ফেসবুকে লিখেছেন, ‘ঢাকাই চলচ্চিত্রে চলছে এখন চুম্বন জোয়ার। শুরুতে জড়তা থাকলেও মাত্র কয়েক মাসের ব্যবধানেই যেন অনেকটা সাবলীল পর্যায়ে এসে গেছে বিষয়টা। প্রথম ছবিটি গত অক্টোবরে মুক্তিপ্রাপ্ত বাপ্পি-আঁচল অভিনীত ‘আজব প্রেম’ সিনেমার। দ্বিতীয় ছবিটি বিপাশা কবীর-শাহরিয়াজ অভিনীত ‘গুণ্ডামি’র দৃশ্য। সিনেমাটি মুক্তি পাচ্ছে আজ শুক্রবার।’
এ স্ট্যাটাসের কমেন্টে কামরুল ইসলাম নামের একজন লিখেছেন, ‘আঁচলের চেয়ে বিপাশার চুম্বনে পরিপক্বতা বেশি দেখা যাচ্ছে। আঁচলের প্রশিক্ষণ দরকার।’

মাহফুজ মৃধা নামের একজন ফেসবুকে লিখেছেন, ‘চলচ্চিত্রে গল্পের প্রয়োজনে এমন অন্তরঙ্গ দৃশ্য থাকতেই পারে। কিন্তু সেটা যখন শুধুমাত্র বাণিজ্যের প্রয়োজনে হয় তখন এর বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ আনা উচিত।’

সাইমন তারিক পরিচালিত ‘গুণ্ডামি’ সিনেমায় আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, আলেকজেন্ডার বো, রিনা খান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.