Saturday , April 1 2023
প্রচ্ছদ / খেলা / সতর্কসঙ্কেতের রিপোর্ট সত্য নয়: শারাপোভা

সতর্কসঙ্কেতের রিপোর্ট সত্য নয়: শারাপোভা

ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় নিষেধাজ্ঞার মুখোমুখি হচ্ছেন রাশিয়ান টেনিস সুন্দরী মারিয়া শারাপোভা। মেলডোনিয়াম নামের যে ঔষধ তিনি গ্রহণ করতেন সেটা কিছুদিন আগে নিষিদ্ধ করা হয়েছে। টেনিস কর্তৃপক্ষ শারাপোভাকে পাঁচবার সতর্ক করেছে বলে প্রতিবেদন প্রকাশ করা হয়। কিন্তু এই টেনিস তারকার দাবি, পাঁচবার সতর্ক করার প্রতিবেদন সত্য নয়।

ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় চার বছরের জন্য টেনিস থেকে নিষিদ্ধ হতে পারেন মারিয়া। তিনি বলেছেন, গত ২২ ডিসেম্বর তাকে একটি মেইল করা হয়েছে। কিন্তু সেটি তিনি ওপেন করতে ব্যর্থ হয়েছেন।

শুক্রবার রাতে শারাপোভা তার ফেইসবুক পেইজে পোস্ট করেছেন, ‘ঔষধটি নিষিদ্ধ হওয়ার বিষয় আমাকে পাঁচবার সতর্ক করা হয়েছে বলে রিপোর্ট প্রকাশ করা হয়েছে। যেটি সত্য নয়, এবং তা কখনোই ঘটেনি।’

Leave a Reply

Your email address will not be published.