Saturday , April 1 2023
প্রচ্ছদ / রাজনীতি / সামাজিক গণমাধ্যমে স্ত্রীর চেয়ে পিছিয়ে ফখরুল

সামাজিক গণমাধ্যমে স্ত্রীর চেয়ে পিছিয়ে ফখরুল

স্ত্রী রাহাত আরার চেয়ে সামাজিক গণমাধ্যমে অনেক পিছিয়ে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা আলমগীর নিজেই জানিয়েছেন যে, তিনি সময়ের অভাবে কম দেখতে পারেন। তবে কর্মজীবী স্ত্রী অফিস শেষে বাসায় ফিরে মোবাইলে ফেসবুক, টুইটার ব্যবহার করেন।

রাতে রাজধানীর মোহাম্মাদপুরের একটি রেস্টুরেন্টে জিয়া সাইবার ফোর্স এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী ও মেধাবী অনলাইন এক্টিভিস্টদের সম্মাননা প্রদান উপলক্ষে ‘রাজনীতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকা ও অবদান’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘যখন পত্রপত্রিকায় সত্য উঠে আসে না তখন সোশ্যাল মিডিয়াতে সত্য ঘটনা জানতে পারি।’ সোশ্যাল মিডিয়ার কর্মীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

সভায় অন্যদের মধ্যে ঢাবির সাবেক ভিসি অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ, বিএনপি নেতা শফিক রেহমান, মাহাবুব উদ্দিন খোকন, আব্দুস সালাম, সাবেক ছাত্র নেতা শহিদুল ইসলাম বাবুল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতা এজমল হোসেন পাইলট, সরদার আমিরুল ইসলাম সাগর প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.