Tuesday , March 28 2023
প্রচ্ছদ / জাতীয় / ৭ মার্চের ভাষণ জাতিকে পথ দেখিয়ে গেছে : প্রধানমন্ত্রী

৭ মার্চের ভাষণ জাতিকে পথ দেখিয়ে গেছে : প্রধানমন্ত্রী

পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণের মধ্যে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ স্থান পেয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,  অথচ এ ভাষণের ওপর বাংলাদেশে একদিন অঘোষিত নিষেধাজ্ঞা জারি ছিল। এ কারণে একটি প্রজন্ম সত্য জানা থেকে বঞ্চিত হয়েছে।
আজ শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ১৯৭১ সালে বঙ্গবন্ধুর দেওয়া ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ওপর এক আলোচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ৭ মার্চের ভাষণ জাতিকে পথ দেখিয়ে গেছে। এ ভাষণের প্রত্যেকটি শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকেই আমাদের সেই চেতনাটা এনে দেয়। মাথা উঁচু করে চলার মনোবল দেয়। যেকোনো অবস্থা মোকাবিলা করার, শত্রুকে দমন করার পথ শেখায়। এ ভাষণের আবেদন কোনো দিন শেষ হবে না, শেষ হয়নি। এই ভাষণের ওপর অঘোষিত নিষেধাজ্ঞার কারণে একটি প্রজন্ম সত্য জানা থেকে বঞ্চিত হয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট এই অনুষ্ঠানের আয়োজন করে।

Leave a Reply

Your email address will not be published.