সকল মেনু

আ’লীগের ১৫০ প্রার্থী চূড়ান্ত, আবারো বৈঠক কাল

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের আরও দেড় শতাধিক দলীয় প্রার্থী চূড়ান্ত করেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বাকি প্রার্থীর নাম চূড়ান্ত করতে আগামী রোববার বিকেল ৫টায় আবারও বৈঠকে বসবে দলটির মনোনয়ন বোর্ড।

শুক্রবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের বৈঠকে প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়। বিকেল ৫টায় শুরু হয়ে রাত প্রায় সোয়া ৮টা পর্যন্ত এ বৈঠক চলে।

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য গত বুধবার ও আজ শুক্রবার দুই দিনের বৈঠকে ৪৩৪ ইউনিয়নে দলীয় চূড়ান্ত করল দলটি। এর আগে গত বুধবার প্রথম দফা বৈঠকে ২৮৪ ইউপির দলীয় প্রার্থীর নাম চূড়ান্ত করেছে দলটি।

বৈঠকে উপস্থিত মনোনয়ন বোর্ডের সভাপতিমণ্ডলির এক সদস্য বলেন, ‘দেড় শতাধিক প্রার্থীর নাম চূড়ান্ত হয়েছে। বাকিদের নাম চূড়ান্ত করতে আগামী রোববার বিকেল ৫টায় আমরা আবারও বৈঠকে বসবো।’

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে উপস্তিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবাদুল কাদের, কাজী জাপার উল্লাহ, মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানকসহ প্রমুখ।

এছাড়া যেসব জায়গায় মনোনয়ন নিয়ে প্রার্থীদের মধ্যে সংর্ঘষ হচ্ছে সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। ছয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ২৩ এপ্রিল ৭১১টিতে ভোট হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top