সকল মেনু

ছোট ভাইয়ের সামনে পুড়ে কয়লা হলো বড় ভাই

রাজশাহীতে ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছোটভাইয়ের সামনেই পুড়ে কয়লা হয়ে গেছেন কানু (২৭) নামে এক পরিবহন শ্রমিক। এ সময় তাকে বাঁচাতে গিয়ে ছোট ভাই আল-আমিনও (২৪) গুরুতর আহত হয়েছেন।

শনিবার বিকেল ৩টার দিকে তানোর উপজেলার সাতপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কানু রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভাত মা গ্রামের মতিউর রহমানের ছেলে। তিনি ওই ট্রাকের শ্রমিক ছিলেন।

নিহত কানুর সহকর্মী ফিরোজ জানান, তানোরের মুণ্ডুমালা থেকে খড়বোঝাই করে ট্রাকটি গোদাগাড়ীর উদ্দেশ্যে যাচ্ছিল। কানু ও আল-আমিনসহ তারা কয়েকজন ট্রাকের ছাদেই ছিলেন। পথে সাতপুকুর এলাকায় পৌঁছলে ট্রাকের খড়ের সঙ্গে ডিসের তার জড়িয়ে যায়। এ সময় কানু তারটি ছাড়ানোর চেষ্টা করতে গেলে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন তিনি। এতে কানুর সমস্ত শরীরে আগুন ধরে যায়। ট্রাকে থাকা খড়েও আগুন ধরে যায়।

তিনি আরও জানান, কানুকে বাঁচাতে তার ছোট ভাই আল-আমিন এগিয়ে আসলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। অনেক কষ্টে তাকে আগুন থেকে রক্ষা করা সম্ভব হলেও কানুকে ট্রাক থেকে নামানো যায়নি। এক সময় আগুনে পুড়ে কানু কয়লা হয়ে যায়।

পরে গোদাগাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনে এবং কানুর লাশ উদ্ধার করে।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, তিনি ঘটনাটি শুনেছেন। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top