লক্ষ্মীপুরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে আহতদের মধ্যে নূরবানু (৫০) ও তার মেয়ে রৌশন-আরা বেগম (৩০) নামে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে কুমিল্লার বিশ্বরোড পৌঁছালে তাদের মৃত্যু হয়। এরআগে বিকেলে ওই দুর্ঘটনায় রৌশন-আরা বেগমের বড় বোন মারজাহান বেগমের ছেলে শাহরিয়ারের (৮) মৃত্যু হয়। মারজাহান বেগমের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহত নূরবানু কমলনগর উপজেলার সাহেবেরহাট ইউনিয়নে মৃত আলী আহাম্মদের স্ত্রী। রৌশন-আরা নিহত নূর বানুর ছোট মেয়ে ও একই এলাকার প্রবাসী আজাদের স্ত্রী। শনিবার বিকেল ৩টার দিকে লেগুনা-অটোরিকশা সংঘর্ষে শিশু শাহরিয়ার নিহত ও ১০ জন আহত হয়।