সকল মেনু

২০২১ সাল থেকে বিদেশিরা বাংলাদেশে কাজ করতে আসবে

২০২১ সালের মধ্যে বাংলাদেশের মানুষকে কাজের জন্য আর বাইরে যেতে হবে না। বরং অন্য দেশ থেকে মানুষ কাজের জন্য আমাদের দেশে আসবে। এমনটাই জানালেন নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ’কমিউনিটি ও নেটওযার্কিং কার্যক্রম শক্তিশালী করার মাধ্যমে শিশু পাচার প্রতিরোধ (‍পিসিটিএসসিএন)’ শীর্ষক প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পাচারের পর উদ্ধারকৃত নারী-শিশুদের পুনর্বাসনের ওপর গুরুত্ব দিয়ে চুমককি বলেন, ‘ছেলেরা পাচার হলে তাকে আবরো কাছে টেনে নিতে পরিবার-সমাজ দ্বিধা করে না। অপরদিকে পাচারের পর উদ্ধারকৃত একটি মেয়েকে গ্রহণ করতে পরিবার-সমাজ প্রায়ই অস্বীকার করে। তার জীবনে নেমে আসে আরো ভয়াবহ অন্ধকার। তাই আমাদের শুধু পাচার রোধে নয়, পাচারকৃত মেয়েদের উদ্ধার করে তাদের যথাযথ পুনর্বাসনও করতে হবে।’

চুমকি বলেন, ‘পাচারের পর উদ্ধারকৃত এসব নারী ও কিশোরীদের পুনর্বাসনের জন্য সরকারি উদ্যোগে ‘জয়িতার ক্যাফে’ প্রতিষ্ঠিত করা হয়েছে। এখানে উদ্ধারকৃত নারী ও কিশোরীদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। এরকম আরো বেসরকারি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।’

তাৎক্ষণিকভাবে যোগাযোগের জন্য হটলাইন নম্বর ১০৯২১ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘যে কোনো সমস্যায় আমরা অর্থাৎ আমাদের মন্ত্রণালয় আপনাদের (নারী) পাশে আছে।’

বর্তমানে মানবপাচার প্রতিরোধ ও প্রতিকারকে বাংলাদেশ সরকার জরুরি দায়িত্ব হিসেবে গ্রহণ করেছে জানিয়ে চুমকি বলেন, ‘বাংলাদেশের সংবিধানে শিশু অধিকার বিষয়টিকে যথেষ্ট গুরত্বের সাথে নিয়ে শিশু সুরক্ষা আইন প্রণয়ন করা হয়েছে।’

যৌথভাবে এই পিসিটিএসসিএন প্রকল্পটি বাস্তবায়ন করবে আ্যকশন এগেইনস্ট ট্রাফিকিং অ্যান্ড সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অব চিলড্রেন (অ্যাটসেফ), ইনসিডিন বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি (বিএনডব্লিউএলএ), নারী মৈত্রী, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম (সিপ), রাইটস যশোর, কমিউনিটি পার্টিসিপেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (সিপিডি)।

প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top