Tuesday , March 28 2023
প্রচ্ছদ / রাজনীতি / সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন খালেদা

সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন খালেদা

ঢাকা: বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার (৩ এপ্রিল) রাত সাড়ে ৮টায় বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সকালে বিএনপি’র চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে দলটির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা পরিষদের সদস্য, যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ উপস্থিত থাকবেন।

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ইউপি নির্বাচন, সারাদেশে বিএনপির সাংগঠনিক অবস্থা, খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিসহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা করা হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published.