সকল মেনু

বাংলাদেশে ‘কেলোর কীর্তি’ সিনেমা প্রদর্শনে বাধা কাটল

নিজস্ব প্রতিবেদক :

ভারতীয় বাংলা কমেডি সিনেমা ‘কেলোর কীর্তি’ বাংলাদেশে প্রদর্শনে হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করেছেন আপিল বিভাগ। এর ফলে বাংলাদেশের প্রেক্ষাগৃহে কেলোর কীর্তি সিনামা প্রদর্শনে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

 

রোববার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

 

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

 

নীতিমালা অনুসরণ না করে আমদানি করা ‘কেলোর কীর্তি’ বাংলাদেশে প্রদর্শনের নিষেধাজ্ঞা চেয়ে করা রিট আবেদনের শুনানি নিয়ে ১৯ জুলাই হাইকোর্ট এই সিনেমা প্রদর্শনে ছয় মাসের স্থগিতাদেশ দেন।

 

গত ২২ জুলাই বাংলাদেশের সব প্রেক্ষাগৃহে কেলোর কীর্তি প্রদর্শনের সব ব্যবস্থা করে রেখেছিল আমদানিকারক প্রতিষ্ঠান আরাধনা এন্টারপ্রাইজ।

 

হাইকোর্টের দেওয়া ওই আদেশ স্থগিত চেয়ে আরাধনা এন্টারপ্রাইজ ও রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলে আজ এ রায় দেওয়া হয়।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top