Wednesday , May 31 2023
প্রচ্ছদ / জাতীয় / ৪০১ জন যাত্রী নিয়ে ছেড়ে গেছে প্রথম হজ ফ্লাইট

৪০১ জন যাত্রী নিয়ে ছেড়ে গেছে প্রথম হজ ফ্লাইট

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪০১ জন যাত্রী নিয়ে ছেড়ে গেছে বছরের প্রথম হজ ফ্লাইট।

বৃহস্পতিবার (০৪ আগস্ট) সকাল ৮টা ০৭ মিনিটে বিমান বাংলাদেশের একটি প্লেন ওই হজ যাত্রীদের নিয়ে ছেড়ে যায়।

এর আগে সকালে হজ ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

এসময় ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আব্দুল জলিল, বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং সিভিল এভিয়েশনের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) উপস্থিত ছিলেন।

এবার এক লাখ ‍এক হাজার ৭৫৮ জন বাংলাদেশি হজ করার সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ১০ হাজার বাংলাদেশি। বাকি ৯১ হাজার ৭৫৮ জন যাচ্ছেন বেসরকারি ব্যবস্থাপনায়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫০ ও সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স ৫০ শতাংশ যাত্রী পরিবহনের সুযোগ পাচ্ছে বলে জানিয়েছে বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইট ৪ আগস্ট শুরু হয়ে চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published.