Thursday , June 1 2023
প্রচ্ছদ / বিনোদন / লোপার বিয়ে

লোপার বিয়ে

ঘর বাঁধলেন গায়িকা-সংবাদ পাঠিকা লোপা হোসেইন। গীতিকার-সুরকার সিরাজুম মুনিরের সঙ্গে বিয়ের বন্ধনে জড়ালেন তিনি। শুক্রবার (৫ আগস্ট) রাতে এ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

গানের সূত্রেই লোপা ও মুনিরের পরিচয় ও সখ্য। সেই সূত্রে দুই পরিবারের সম্মতিতে হলো বিয়ে। লোপা বাংলানিউজকে জানান, আগামী সেপ্টেম্বরে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ‘টোয়েন্টি ওয়ান টোয়েন্টি এইট’ নাটকে সিরাজুম মুনিরের কথা ও সুরে নির্জ হাবিবের সঙ্গে লোপার গাওয়া ‘ভালোবাসার উষ্ণতায়’ গানটি জনপ্রিয় হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.