সকল মেনু

দেশের প্রথম ডিজিটাল সড়ক মার্চে

ঢাকা:

রাজধানীর বনানী থেকে বিমানবন্দর পর্যন্ত ভিআইপি সড়কটিকে উন্নত বিশ্বের সড়কপথের আদলে সাজানো হচ্ছে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে সড়কটি উন্নত বিশ্বকেও ছাড়িয়ে যাবে।

আর মাত্র তিনমাস পর দেশের প্রথম ডিজিটাল সড়ক হতে যাচ্ছে এটি। আগামী বছরের মার্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটালাইজড সড়কটির উদ্বোধন করার কথা রয়েছে।

সড়ক ও জনপথ অধিদফতরের (সওজ) তত্ত্বাবধানে চলছে ৭৫ থেকে ৮০ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক সড়কে রূপান্তরের এ কাজ। তবে পুরো কাজের জন্য সরকারের কোনো ব্যয় হচ্ছে না। নিজস্ব অর্থায়নে ‘ভিনাইল ওয়ার্ল্ড’ নামের একটি স্পন্সর প্রতিষ্ঠান এটি করে দিচ্ছে।

সড়কটির মূল আকর্ষণ হবে এর দুই পাশের দৃশ্যাবলী। ১৯৫২ থেকে ১৯৭১ সাল পর্যন্ত বাংলাদেশের ভাষা ও স্বাধীনতার আন্দোলন এবং মুক্তিযুদ্ধের নানা ঘটনাপ্রবাহ ফুটে উঠবে তিনটি স্মৃতিস্তম্ভে। বাংলাদেশের বীরত্বগাথার স্মৃতিস্মরুপ স্মৃতিস্তম্ভগুলো তৈরির কাজ এখন শেষ পর্যায়ে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top