আন্তর্জাতিক ডেস্ক :
মেক্সিকোর তুলতেপেক সিটিতে একটি আতশবাজির মার্কেটে বিষ্ফোরণে সৃষ্ট আগুনে অন্তত ২৯ জন নিহত, ৭২ জন আহত হয়েছে। মেক্সিকো সিটি থেকে ৪০ কিলোমিটার দূরের এই নগরীতে স্থানীয় সময় মঙ্গলবার এই বিষ্ফোরণ ঘটে।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আহতদের মধ্যে তিনটি শিশুর অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের টেক্সাসে নিয়ে যাওয়া হচ্ছে বলে সংবাদ মাধ্যমগুলোকে জানিয়েছেন মেক্সিকোর গভর্নর ইরোভিল এভিলা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।