Tuesday , March 28 2023
প্রচ্ছদ / জাতীয় / গানপয়েন্টে জঙ্গিরা, ভেতরে বিপুল বিস্ফোরক

গানপয়েন্টে জঙ্গিরা, ভেতরে বিপুল বিস্ফোরক

রাজধানীর দক্ষিণখান আশকোনায় হাজি ক্যাম্পের কাছে একটি বাড়িতে গড়ে ওঠা জঙ্গি আস্তানার খবর পেয়ে সেখানে অভিযানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শনিবার মধ্যরাত থেকে তিনতলা ওই ভবনটি ঘিরে রেখেছে পুলিশ।

সোয়া ৯টার দিকে দুই শিশুকে নিয়ে দুই নারী পুলিশের কাছে আত্মসমর্পণ করলেও ভেতরে আরো কয়েকজন রয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, জঙ্গিদের ‘গানপয়েন্টে’ রাখা হয়েছে। তবে তাদের কাছে বিপুল পরিমাণ বিস্ফোরক এবং অস্ত্র রয়েছে।

কিভাবে তাদের আত্মসমর্পণ করানো যায় সে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

সকালে যে দুই নারী আত্মসমর্পণ করেছেন তাদের মধ্যে একজন সেনাবাহিনী থেকে বহিষ্কৃত মেজর জাহিদের স্ত্রী বলে জানিয়েছে পুলিশ।

এছাড়া সকালে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ওখানে আস্তানা গেড়েছে নব্য জেএমবির সদস্যরা। বাড়িটিতে ‘নব্য জেএমবির এক শীর্ষ নেতা’ রয়েছেন। তাদের কাছে শক্তিশালী গ্রেনেড রয়েছে। এছাড়া নারী জঙ্গিসহ একাধিক জঙ্গি রয়েছে।

জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হলেও তাতে তারা সাড়া না দিয়ে উল্টো শরীরে গ্রেনেড বেঁধে প্রতিরোধের হুমকি দিচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published.