সকল মেনু

মিরপুর থেকে জেএমবি’র ৫ সদস্য আটক

ঢাকা: রাজধানীর মিরপুর এলাকা থেকে জঙ্গিগোষ্ঠী জেএমবি’র পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

বুধবার (২৮ ডিসেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান বিষয়টি বাংলানিউজকে জানান।

তিনি জানান, মঙ্গলবার (ডিসেম্বর ২৭) রাতে অভিযান চালিয়ে জেএমবির এই পাঁচ সদস্যকে আটক করা হয়েছে।

এ বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top