Wednesday , March 29 2023
প্রচ্ছদ / বিনোদন / ভালোবাসা দিবসে সালমা
salma song

ভালোবাসা দিবসে সালমা

বিনোদন ডেস্ক |
নতুন করে গানে ফেরার খবর জানিয়েছেন সালমা। এরই মধ্যে সংগীতে এক দশক পূর্তি অনুষ্ঠানও করেছেন। সব মিলিয়ে নতুন বছরটি ভালোভাবেই শুরু করতে যাচ্ছেন সালমা। ভক্তদের ভালোবাসা পুনরুদ্ধারে আসছে ভ্যালেন্টাইন দিবস উপলক্ষে প্রকাশ পাবে তার নতুন অ্যালবাম।‘মন মাঝি’, ‘দরদ’ ও ‘কে যে কখন’ শিরোনামের গানগুলো লোক ধাঁচের। অ্যালবামের নাম রাখা হয়েছে ‘মন মাঝি’। শিল্পী সালমা বলেন, ‘প্রায় এক বছর পর আমার নতুন অ্যালবাম প্রকাশ হতে যাচ্ছে। এটি আমার ১১তম একক।’

সালমার ‘মন মাঝি’ ইপি অ্যালবামের গানগুলো লিখেছেন জাহিদ আকবর, মাহমুদ মানজুর ও জিয়াউদ্দিন আলম। সুর ও সংগীতায়োজন করেছেন নাজির মাহমুদ, মুশফিক লিটু ও রেজওয়ান শেষ। ‘মন মাঝি’ প্রকাশ করবে জিসান মাল্টিমিডিয়া।

Leave a Reply

Your email address will not be published.