সকল মেনু

কুতুববাগের গেট খোলা হচ্ছে সন্ধ্যায়, ওরস হবে ঢাকার বাইরে

ঢাকা: রাজধানীর ফার্মগেট এলাকায় কুতুববাগ দরবার শরীফের ইন্দিরা রোডস্থ গেট খুলে ফেলা হচ্ছে শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায়। এ ছাড়াও আগামী বছর থেকে বার্ষিক ওরস ঢাকার বাইরে সরিয়ে নিতে সম্মত হয়েছে তারা।ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক এর ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রমতে, এরইমধ্যে আগামী বছর থেকে ওরস সরিয়ে নেওয়ার সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে ফার্মগেট পার্ক এলাকায়। মেয়রের এই উদ্যোগের প্রশংসা করছে ঢাকা মহানগরের অধিবাসীরা। এর ফলে ঢাকাবাসীকে ‍আর ওরসকালীন যানজটে পড়তে হবে না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top