Thursday , June 1 2023
প্রচ্ছদ / জাতীয় / মালিবাগে ফ্লাইওভারের গার্ডার ছিটকে নিহত ১

মালিবাগে ফ্লাইওভারের গার্ডার ছিটকে নিহত ১

ঢাকা:রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ক্রেন দিয়ে ওঠানোর সময় ছিটকে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। এঘটনায় তমা কনস্ট্রাকশনের ইঞ্জিনিয়ার পলাশসহ (৩৮) এক শ্রমিক আহত হয়েছেন।

এদিকে গার্ডারটি ছিটকে রেললাইনের ওপর পড়ায় ট্রেন চলাচলও বন্ধ রয়েছে বলে জানা গেছে।

আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রোববার দিবাগত মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।

ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published.