মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাসে অফিস টাওয়ারে দুজন গুলিবিদ্ধ হয়েছে। ডালাসের এলবিজে ফ্রিওয়ের ৮৩০০ ব্লকের ফরেস্ট লেনে স্থানীয় সময় সোমবার সকালে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে সোয়াট দল পৌছেছে এবং ভবনটি খালি করে সেটির দখল নিয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে।
পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে অফিসটির এক কর্মকর্তা তার বসকে গুলি করে নিজেকে গুলি করে।
সূত্র ফক্স নিউজ।