সকল মেনু

‘সন্ত্রাসীদের কলিজা খাব’

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে গালিগালাজ ও আজেবাজে কথা বলার জন্য পরিচিত। তবে সোমবার তিনি পুরোপুরি মানুষখেকোর মতো কথা বলেছেন।

সন্ত্রাসীদের উদ্দেশে তিনি বলেছেন, ‘ আমি তোমাদের খেতে পারি। আমাকে শুধু একটু লবন আর ভিনেগার দাও। সত্যি, এটি আমাকে পাগল করে তুলেছে। আমাকে একজন সন্ত্রাসী দাও। আমি ওর কলিজা খাব।’

সোমবার ফিলিপাইনের ১৮টি রাজ্যের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

গত বছরের জুনে ক্ষমতা গ্রহণের পর মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন দুতের্তে। তার অভিযানে এ পর্যন্ত ছয় হাজারের বেশি লোক নিহত হয়েছে। সম্প্রতি দেশটিতে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন পরিচালনাকারী আবু সায়াফসহ বেশ কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান শুরু করেছে দুতের্তে প্রশাসন।

সন্ত্রাসীদের প্রসঙ্গে দুতের্তে বলেন, ‘ওরা পশু। তোমরা যদি চাও আমি পশু হব, তাহলে আমি তা হতে পারব। আমি তেমনই হতে পারব। তোমরা যা পারবে তার চেয়ে অনেক বেশিই পারব আমি।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top