Saturday , April 1 2023
প্রচ্ছদ / বিনোদন / মনির হোসেন জীবনের সাথে সহাকরি পরিচালক হিসেবে কাজ করছেন রুবেল

মনির হোসেন জীবনের সাথে সহাকরি পরিচালক হিসেবে কাজ করছেন রুবেল

সময়কণ্ঠ প্রতিবেদক : জনপ্রিয় নাট্যনির্মাতা মনির হোসেন জীবনের সাথে সহাকরি পরিচালক হিসেবে কাজ করছেন মহিউদ্দিন রুবেল। ইতিমধ্যে মনির হোসেন জীবনের সাথে অনেকগুলো কাজ করেছেন তিনি। আরো অনেকগুলো কাজ সামনে রয়েছে। এমনটাই জানালেন তিনি। বললেন, মনির হোসেন জীবন স্যারের সাথে কাজ করবো এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল। ছোটবেলা আমি ওনার নাটকের খুবই ভক্ত ছিলাম। অবশেষে আমি ওনার মত একজন গুনি নির্মাতার সাথে কাজ করছি এটা আসলেই ভাগ্যের বিষয়। ইতিমধ্যে আমি ওনার অনেকগুলো কাজ করেছি। সামনে আরো কাজ রয়েছে। সব’চে মজার ব্যাপার হলো ওনি অনেক ভালো মনের মানুষ। আমাকে হাতেকলমে অনেক কিছু শিখাচ্ছেন। আমার ইচ্ছা আমি একদিন ওনার মতো গুনি পরিচালক হতে চাই। মনির হোসেন জীবন বলেন, রুবেল অনেক ভালো ছেলে। কাজের প্রতিও খুব দায়িত্বশীল। আমি আশা করছি সে সামনে অনেক ভালো করবে।

Leave a Reply

Your email address will not be published.