Tuesday , March 28 2023
প্রচ্ছদ / বিনোদন / নাজুর ‘একাকী স্বপ্ন’

নাজুর ‘একাকী স্বপ্ন’

সময়কণ্ঠ প্রতিবেদক : নববর্ষ উপলক্ষে সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে সংগীতশিল্পী নাজু আখন্দের নতুন মিউজিক ভিডিও ‘একাকী স্বপ্ন’। কবির বকুলের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। ভিডিওটি নির্মাণ করেছেন শেহজাদ তানভীর। ভিডিওতে মডেল হয়েছেন নাজু আখন্দ নিজেই। সঙ্গে রয়েছেন শামীম শরীফ। ভিডিওতে একেবারে অন্যরকম এক নাজুকেই খুঁজে পাবেন শ্রোতা-দর্শক। নাজু জানান, পুরান ঢাকার বিভিন্ন লোকেশনে টানা দুদিন এর শুটিং হয়েছে। গানের সঙ্গে মিল রেখেই রোমান্টিক একটি গল্পের ওপর ভিডিওটি করা হয়েছে। ভিডিওতে দেখা যায় কাশ্মীরের একটি ছেলেকে পছন্দ করেন নাজু। একদিন মায়ের সঙ্গে সেই গল্প করেন। এক সময় বিয়েও হয় দুজনের। গানটি প্রসঙ্গে নাজু আরো বলেন, এই গানটি আমার অনেক প্রিয়। গানের কথার সঙ্গে মিল রেখেই ভিডিওর গল্প সাজিয়েছি। ভিডিওতে আমি বউ সেজেছি। শুটিংয়ে পুরো সময়টাই বেশ উপভোগ করেছি। আশা করি দর্শক-শ্রোতারাও উপভোগ করবেন। উল্লেখ্য, ২০০১ সাল থেকে গান করছেন নাজু আখন্দ। এ পর্যন্ত চলচ্চিত্রের ২২১টি গানে কণ্ঠ দিয়েছেন। প্রকাশ করেছেন চারটি একক অ্যালবাম। সর্বশেষ একক ‘ফিরিয়ে দাও’ প্রকাশ করেন ২০১৬ সালে।

Leave a Reply

Your email address will not be published.