Wednesday , March 29 2023
প্রচ্ছদ / বিনোদন / আধাঁর-এ অসাধারণ মিউজিক করেছেন জাহিদ বাসার পংকজ

আধাঁর-এ অসাধারণ মিউজিক করেছেন জাহিদ বাসার পংকজ

সময়কণ্ঠ প্রতিবেদক : ‘প্রেয়সী’, ‘তোর আহ্লাদে’, ‘ও আমার বন্ধু গো’, ‘দুই জীবন’ ‘ও গো বৈশাখী’-পর আবারো গান করছেন সানি আজাদ। এবার জনপ্রিয় সঙ্গীত পরিচালক জাহিদ বাশার পংকজ’র সঙ্গীত পরিচালনায় এবং সাংবাদিক-গীতিকার রেজাউর রহমান রিজভী’র কথা ও গীতিকার-সুরকার প্লাবন কোরেশী’র সুরে ‘আঁধার’ শিরোনামের আরেকটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন সানি। গানটি অচিরেই একটি অডিও কোম্পানী থেকে বাজারে আসবে। এমনটাই জানালেন তরুণ এই গায়ক। বললেন, গানটির কথাগুলো খুবই সুন্দর। অসাধারণ সুর করেছেন প্লাবন ভাই। পংকজ মামা অসাধারণ মিউজিক করেছেন। একজন গান পাগল হিসেবে মিউজিকের ধারণা থেকে আমার কাছে আঁধার-এর মিউজিক অনেক সুন্দর হয়েছে বলে মনে হচ্ছে। হিসেবে আশা করছি; ভালো কিছু হবে। এ জন্য সবার দোয়া চাই। জাহিদ বাশার পংকজ বলেন, সানি’র একটি কাজ করেছি। তার গায়কি অনেক ভালো। আশা করছি; এ গানটিও সে ভালো করবে। প্লাবন কোরেশী বলেন, সানি একজন গান পাগল মানুষ। সে আমার সুরে গান করবে সেটা অনেকদিন আগে থেকেই বলে আসছিল। শেষমেষ করতেই হলো। সানি’র জন্য শুভ কামনা। রেজাউর রহমান রিজভী বলেন, সানি ভাই’র সাথে একটি গান নিয়ে কথা হয় আরো অনেক আগে। অবশেষে একসঙ্গে কাজ করা হচ্ছে। আশা করছি; ভালো কিছু আসবে। উল্লেখ্য : বৈশাখে সিডি চয়েস মিউজিকের ব্যানারে বাজারে আসা সানির ‘ও গো বৈশাখী’ ভালো সাড়া ফেলছে। তাছাড়াও আসছে ঈদে জনপ্রিয় গীতিকার অনুরূপ আইচ’র ‘দুই জীবন’ গানটিও বাজারে আসবে সিডি চয়েস মিউজিকের ব্যানারে।

Leave a Reply

Your email address will not be published.