সকল মেনু

আঁধার দিয়ে সানি আমাদের অবাক করে দিয়েছে -প্লাবন কোরেশী

সময়কণ্ঠ প্রতিবেদক : ‘প্রেয়সী’, ‘তোর আহ্লাদে’, ‘ও আমার বন্ধু গো’, ‘দুই জীবন’ ‘ও গো বৈশাখী’র পর আবারো গান গাইলেন সানি আজাদ। এবার জনপ্রিয় সঙ্গীত পরিচালক জাহিদ বাশার পংকজ’র সঙ্গীত পরিচালনায় এবং সাংবাদিক-গীতিকার রেজাউর রহমান রিজভী’র কথা ও গীতিকার-সুরকার প্লাবন কোরেশী’র সুরে ‘আঁধার’ শিরোনামের আরেকটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন সানি। গানটি অচিরেই একটি অডিও কোম্পানী থেকে বাজারে আসবে। আর এ গানেরই নির্মাণ হচ্ছে মিউজিক্যাল ফিল্ম। পরিচালনা করেছেন তরুণ নির্মাতা স্বাধীন ফুয়াদ। মডেল হিসেবে কাজ করছেন চিত্রনায়িকা অঞ্জলী এবং সানি নিজেই। এমনটাই জানালেন তরুণ এই গায়ক। বললেন, গানটির কথাগুলো খুবই সুন্দর। অসাধারণ সুর করেছেন প্লাবন ভাই। ভিডিও’র গল্পটিও ভালো। মজার বিষয় হচ্ছে এই ফিল্মে এই প্রথমবার এক সাথে অভিনয় করতে দেখা যাবে প্লাবন কোরেশী, জাহিদ বাসার পংকজ এবং রেজাউর রহমান রিজভীকে। আশা করছি; ভালো কিছু হবে। এ জন্য সবার দোয়া চাই। জাহিদ বাশার পংকজ বলেন, সানি’র একটি কাজ করেছি। তার গায়কি অনেক ভালো। আশা করছি; এ গানটিও সে ভালো করবে। প্লাবন কোরেশী বলেন, সানি একজন গান পাগল মানুষ। সে আমার সুরে গান করবে সেটা অনেকদিন আগে থেকেই বলে আসছিল। শেষমেষ করতেই হলো। কিন্তু গানটি গাওয়ার পর থেকে এ পর্যন্তই সানি আমাদের অবাক করে দিয়েছে। সানি’র জন্য শুভ কামনা। রেজাউর রহমান রিজভী বলেন, সানি ভাই’র সাথে একটি গান নিয়ে কথা হয় আরো অনেক আগে। অবশেষে একসঙ্গে কাজ করা হচ্ছে। আশা করছি; ভালো কিছু আসবে। ভিডিও সম্পর্কে স্বাধীন ফুয়াদ বলেন, ভিডিও’র গল্প অনেক সুন্দর। আশা করছি ভালো কিছু দর্শক দেখতে পাবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top