সকল মেনু

মহাকাশে যাচ্ছেন অপূর্ব-তানিয়া বৃষ্টি?

সময়কণ্ঠ প্রতিবেদক : নভোচারীর স্যুট পড়া জিয়াউল ফারুক অপূর্ব ও তানিয়া বৃষ্টি। তবে কি তারা মহাকাশে যাচ্ছেন? না, এমন কিছু নয়। নির্মাতা রিমন মেহেদীর পরিচালনায় অ্যানিমেশন ধাঁচের একটি বিজ্ঞাপনে দেখা যাবে তাদের। সুপারসাইন ফ্যানের বিজ্ঞাপনটি নির্মাণ শেষ হয়েছে সম্প্রতি। চলছে অ্যানিমেশনের কাজ। রিমন মেহেদীর পরিচালনায় অপূর্ব এর আগে আরও তিনটি বিজ্ঞাপনে কাজ করেছিলেন। অপূর্ব বলেন, এটি বাংলাদেশের প্রেক্ষাপটে সম্পূর্ণ ব্যতিক্রমী একটি কাজ। এ প্রথম আমাকে নভোচারীর ভূমিকায় দেখা যাবে। আশা করছি ভালো লাগবে। রিমন মেহেদী বলেন, এবার একটা ভিন্ন ধাঁচের বিজ্ঞাপন নির্মাণ করছি। বাংলাদেশে এর আগে মহাকাশ বিষয়ক থিম নিয়ে কোন বিজ্ঞাপন নির্মাণ হয়নি। এখানে অপূর্ব ও বৃষ্টিকে দর্শক নতুনভাবে দেখবে। এখন আমরা অ্যানিমেশনের কাজটি করছি। আশা করছি নভেম্বর থেকে এটির প্রচার শুরু হবে প্রায় সব টিভি চ্যানেলে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top