Wednesday , May 31 2023
প্রচ্ছদ / বিনোদন / বিকিনিতে রাইমা

বিকিনিতে রাইমা

সময়কণ্ঠ ডেস্ক : ইনস্টাগ্রামে অন্যরকম রাইমা। বেশ কিছু বোল্ড ছবি পোস্ট করছেন। বদলে গেলেন নাকি নায়িকা? রাইমা কিন্তু মানতে চাইলেন না। বললেন, “একটুও না। আমি সেই আগের মতো। তবে আমি বোল্ড কি না জানি না! বলতে পারি ‘শাই’ নই।” এখন হইচই সিরিজে ‘হ্যালো টু’-র জন্য শুটে ব্যস্ত তিনি। ওয়েব সিরিজ এবং ছোটপর্দায় নানা ধরনের কাজ করছেন রাইমা।খুব এনজয় করি আমি। ওয়েব সিরিজে কাজ করতে গিয়ে মনে হয় ন’টা থেকে ন’টা অফিস করছি”Íমজা করে বললেন রাইমা।বলিউডের বেশ কয়েকটা কাজ নিয়েও ব্যস্ত তিনি।কুনাল রয় কপূরের বিপরীতে ‘দেব’।আরমান রামসে-র পরিচালনায় ‘হাস লে পাগলি’ছবিতে ক্যানসার আক্রান্ত একটি মেয়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। আর বাংলায় চূর্ণী গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় ‘তারিখ’-এ ভিন্ন চরিত্রে দেখা যাবে তাঁকে।

Leave a Reply

Your email address will not be published.