Tuesday , March 28 2023
প্রচ্ছদ / জাতীয় / সব প্রার্থীদের সমান সুযোগ দিতে হবে- সিইসি

সব প্রার্থীদের সমান সুযোগ দিতে হবে- সিইসি

সময়কণ্ঠ প্রতিবেদক : : প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা বলেছেন, নির্বাচনে সব প্রার্থীকে সমান সুযোগ দিতে হবে। কেউ যেন বঞ্চিত না হন, সেদিকে খেয়াল রাখতে হবে। সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয় নির্বাচন কমিশনে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধনের সময় তিনি এসব মন্তব্য করেন। সিইসি এসময় নিরপেক্ষতা বজায় রেখে কাজ করে যেতে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। এর আগে মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের মাধ্যমে নতুন একটা ইতিহাস তৈরি হবে। কেননা এই নির্বাচন যদি সফল হয়, তাহলে এরপর থেকে হয়ত সরকার ও সংসদ থেকেই নির্বাচন পরিচালিত হবে। স্থিতিশীল অবস্থা প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন, আসলেই এ বছরের নির্বাচনের প্রেক্ষাপট ভিন্ন। কখনও রাষ্ট্রপতি শাসিত, কখনও সেনাবাহিনীর অধীনে, কখনও কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হয়েছে। কিন্তু এবারই সরকারের অধীনে নির্বাচন।

Leave a Reply

Your email address will not be published.