Wednesday , May 31 2023
প্রচ্ছদ / জাতীয় / পদ্মায় ২৪তম স্প্যান, দৃশ্যমান ৩.৬ কি.মি সেতু

পদ্মায় ২৪তম স্প্যান, দৃশ্যমান ৩.৬ কি.মি সেতু

শরীয়তপুর প্রতিনিধি প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১১, ২০২০ , ২:৩২ অপরাহ্ণ

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ২৩তম স্প্যান বসানোর ৯ দিনের মাথায় বসানো হলো ২৪তম স্প্যান। এতে সেতুর ৩ দশমিক ৬ কিলোমিটার দৃশ্যমান হলো। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে স্প্যানটি ৩০ ও ৩১ নাম্বার পিলারে বসানো হয়।

প্রকৌশলীরা জানান, তিন হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার ভাসমান ক্রেন ‘তিয়ান-ই’র মাধ্যমে মুন্সীগঞ্জের মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে সকালে স্প্যানটি জাজিরা প্রান্তে নিয়ে আসা হয়। বেলা ১১টার দিকে স্প্যানটি বসানোর কাজ শুরু করেন প্রকৌশলীরা। দুপুর ১টার দিকে কাজ সম্পন্ন হয়।

পদ্মাসেতুর উপসহকারী প্রকৌশলী হুমাায়ন কবির জানান, ২০২০ সালের জুলাই নাগাদ ৪১টি স্প্যান বসানো শেষ করার টার্গেট নিয়ে কাজ করা হচ্ছে। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মাণ করা হচ্ছে ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল সেতুটি।

Leave a Reply

Your email address will not be published.