Wednesday , March 29 2023
প্রচ্ছদ / জাতীয় / হাটহাজারী মাদ্রাসায় পৌঁছেছে আল্লামা শফীর মরদেহ

হাটহাজারী মাদ্রাসায় পৌঁছেছে আল্লামা শফীর মরদেহ

সময়কন্ঠ ডেস্ক: হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর মরদেহ হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় এসে পৌঁছেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মরদেহবাহী অ্যাম্বুলেন্স র‌্যাবের পাহারায় হাটহাজারী মাদ্রাসায় নিয়ে আসা হয়।

এসময় তার ভক্ত-অনুসারীরা অ্যাম্বুলেন্স ধরে কান্নায় ভেঙে পড়েন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহবাহী অ্যাম্বুলেন্স মাদ্রাসার ভেতরের মাঠে নিয়ে রাখা হয়েছে আল্লামা শফীর ভক্ত-অনুসারীদের দেখার সুবিধার্থে। আল্লামা শফিকে শেষবারের মতো দেখতে সেখানে ভক্ত-অনুসারীদের ভিড় জমেছে।

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিনগত রাত তিনটার দিকে ঢাকা থেকে আল্লামা শফীর মরদেহবাহী অ্যাম্বুলেন্স চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আসগর আলী হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন শতবর্ষী আলেম আল্লামা শফী। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর দুইটায় হাটহাজারী মাদ্রাসায় নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আল্লামা শফীর জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ, র‌্যাবের পাশাপাশি ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চট্টগ্রামে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.