Friday , March 29 2024
প্রচ্ছদ / জাতীয় / বিশ্বে করোনায় মৃত্যু-শনাক্ত কমল

বিশ্বে করোনায় মৃত্যু-শনাক্ত কমল

ডেস্ক : বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় সাত হাজার ৬২৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন চার লাখ ৫৭ হাজার ৭৪৫ জন। এই সময়ে সুস্থ হয়েছেন চার লাখ ২৮ হাজার ৯৬৫ জন। এর আগের ২৪ ঘণ্টায় বিশ্বে আট হাজার ৭৯২ জনের মৃত্যু হয়। আক্রান্ত হন পাঁচ লাখ ৬৪ হাজার ৭৪৫ জন। সোমবার সকাল পৌনে ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ২০ কোটি ৭৯ লাখ ৮০ হাজার ৪১৪। এর মধ্যে মারা গেছেন ৪৩ লাখ ৭৪ হাজার ৬৮৯ জন। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে ১৮ কোটি ৬৪ লাখ ৪৪ হাজার ৮১৩ জন।

এখন পর্যন্ত বিশ্বের করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা তিন কোটি ৭৪ লাখ ৬৬ হাজার ৭১৮। এর মধ্যে মারা গেছেন ছয় লাখ ৩৭ হাজার ৫৬১ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন তিন কোটি এক লাখ ৫৩ হাজার ৫৭৬ জন।

ভারত সংক্রমণে দ্বিতীয় অবস্থানে থাকা এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা তিন কোটি ২২ লাখ ২৫ হাজার ১৭৫ জন। এর মধ্যে মারা গেছেন চার লাখ ৩১ হাজার ৬৭৪ জন। অপরদিকে সুস্থ হয়ে উঠেছেন তিন কোটি ১৪ লাখ তিন হাজার ৯৫৯ জন।

সংক্রমণের তালিকায় তৃতীয় কিন্তু মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দুই কোটি তিন লাখ ৬৪ হাজার ৯৯। এর মধ্যে মারা গেছেন পাঁচ লাখ ৬৯ হাজার ২১৮ জন। তবে সুস্থ হয়ে উঠেছে এক কোটি ৯২ লাখ ১৮ হাজার ৬৩০ জন।

সংক্রমণ ও মৃত্যুতে চতুর্থ রাশিয়া এবং পঞ্চম ফ্রান্স। তালিকায় ২৬ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। এখন পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা ১৪ লাখ ১৮ হাজার ৯০২। অপরদিকে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪ হাজার ১৭৫ জন। আর করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ লাখ ৯২ হাজার ৬৯৮ জন। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়।