সকল মেনু

একজন সফল ট্রিকশট শিল্পী জাহিদুল ইসলাম

ডেস্ক : আরজে ট্রিকশট নামে সুপরিচিত জাহিদুল ইসলাম একজন পেশাদার পুল খেলোয়াড়। তিনি সেরা ট্রিকশট শিল্পী হিসেবেই পরিচিত। বাংলাদেশে ২০০১ সালে জন্মগ্রহণ করেন মেধাবী এই পুল খেলোয়ার। বর্তমানে তিনি বসবাস করছেন আমেরিকায়। আট বছর ধরে পুল খেলছেন। এখন এটাই তার নেশা এবং পেশা। সম্প্রতি তার সাফল্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও বেশ আলোড়ন সৃষ্টি করেছে। অর্জন করেছেন মর্যাদা।

পুল খেলা নিয়ে জাহিদুল বলেন, প্রথমে এই খেলা সম্পর্কে জানতেন না তিনি। ছোট সময় ফুটবল, ক্রিকেট আর পড়াশোনা নিয়েই ব্যস্ত ছিলেন। কিছুটা চোট পাওয়ার পর তিনি ফুটবল ও ক্রিকেট খেলা বন্ধ করে দেন। তারপরই শুরু হয় পুলের মিশন। কথা প্রসঙ্গে বলেন, একদিন পুল হলে গিয়েছিলেন, যেখানে তিনি খেলতে দেখেছিলেন, যা তাকে খেলার অভ্যাসে পরিণত করেছিল। আস্তে আস্তে তার লক্ষ্য এবং মৌলিক বিষয়গুলি অনুশীলন করেন। এরপরই পুলের মাধ্যমে একটি দুর্দান্ত জীবন খুঁজে পেয়েছেন। এখন এই খেলাকেই উপভোগ করেন।

শুধু তাই নয়, এই খেলা দিয়ে ক্যারিয়ারে অর্জন করেছেন অসংখ্য চ্যাম্পিয়নশিপ। এখন মিশন একটাই-পুল খেলার মাধ্যমেই বিশ্ব জয় করতে চান এই পুল তারকা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top