Tuesday , March 28 2023
প্রচ্ছদ / বিশ্ব / যুক্তরাষ্ট্রে ট্রেন লাইনচ্যুত, নিহত ৩

যুক্তরাষ্ট্রে ট্রেন লাইনচ্যুত, নিহত ৩

ডেস্ক : যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুতর ঘটনায় অন্তত তিন ব্যক্তি নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, এই ঘটনায় আরও ৫০ জন আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যে এই ঘটনা ঘটে। স্থানীয় সময় শনিবার এ দুর্ঘটনা ঘটে। মন্টানার দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি সহায়তা বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান অ্যামট্রাক-এর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, সিয়াটেল থেকে শিকাগো যাওয়ার পথে উত্তর-মধ্য মন্টানায় এ ঘটনা ঘটে। স্থানীয় সময় বিকাল ৪টার দিকে উত্তর মন্টানার কাছে জপলিন এলাকায় পোঁছলে ট্রেনটির পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এতে তিনজন মারা যান এবং আহত হন অন্তত ৫০ জন। ট্রেনটিতে ১৪৭ জন যাত্রী এবং ১৩ জন ক্রু ছিলেন।