প্রকাশ : অক্টোবর ৫, ২০২১ , ১২:৫৫ অপরাহ্ণ
শেয়ার করুন-
গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা : গত কয়েক দিনের তিস্তার ভাঙনে গঙ্গাচড়ার লক্ষ্মীটারী ইউনিয়নের শংকরদহ এলাকায় প্রায় ৩৫ একর জমির আমনখেত বিলীন হয়েছে। সরেজমিনে দেখা যায়, শংকরদহ এলাকায় ব্যাপক ভাঙন শুরু হয়েছে। ইউপি সদস্য আব্দুল মোন্নাফ বলেন, কয়েক দিনের ভাঙনে প্রায় ৩৫ একর জমির আমনখেত নদীতে বিলীন হয়েছে।
লক্ষ্মীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, অনেক দিন ধরে বাঁধের জন্য আবেদন করে আসছি। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম বলেন, এ বিষয়ে আমাদের করার কিছুই নেই। রংপুর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী বলেন, চরাঞ্চলে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আপাতত নেই।
শেয়ার করুন-
প্রকাশ : অক্টোবর ৫, ২০২১ , ১২:৫৫ অপরাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।