Sunday , December 4 2022
সর্বশেষ সংবাদ:
প্রচ্ছদ / বিনোদন / হাসপাতালে রজনীকান্ত

হাসপাতালে রজনীকান্ত

ডেস্ক : সুপারস্টার রজনীকান্তকে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় কাবেবী হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তবে রুটিন চেক-আপের জন্যই হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানাগেছে।

এদিকে অভিনেতার মুখপাত্র রিয়াজ কে আহমেজ সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‘এটা রুটিন হেলথ চেক আপ মাত্র। নির্দিষ্ট সময়ের ব্যবধানে তার শারীরিক পরীক্ষা করানো হয়, সেই জন্যই এই মুহূর্তে এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। গত বছর ডিসেম্বরে রক্তচাপজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো রজনীকান্তকে।