সকল মেনু

স্বর্ণা টিভি’তে আসছে সানি আজাদের ‘মায়ারজাল’

দিনোদন প্রতিবেদক : নতুন গান নিয়ে আসছেন সাংবাদিক ও কন্ঠশিল্পী সানি আজাদ। এবারের ‘মায়ারজাল’ শিরোনামের গানটির কথা লিখেছেন আবুল হোসেন। সুর ও সঙ্গীত করেছেন রিয়েল আশিক। একটি মিউজিক ভিডিওসহ শীঘ্রই গানটি বাজারে আসবে ‘স্বর্ণা টিভি’র ইউটিউব চ্যানেলে। মিউজিক ভিডিও পরিচালনা করেন স্বর্ণা টিভি টিম। মডেল ছিলেন- আনান খান, নূসরাত এবং পলাশ।
এমনটাই জানালেন সানি আজাদ। বললেন, এবারের গানটির কথা-সুর ও মিউজিক খুবই ভালো। আশা করছি; সবার ভালো লাগবে।
রিয়েল আশিক বলেন, এর আগেও সানি ভাইয়ের সাথে অনেকগুলো কাজ করা হয়েছে। এবারের গানটিও সানি ভাই অনেক ভালো গেয়েছেন। আমি আবার জায়গা থেকে চেষ্টা করেছি ভালো মিউজিক করার সব মিলিয়ে গানটি ভালো হয়েছে।

আবুল হোসেন বলেন, সানি ভাইয়ের সাথে এর আগেও কাজ করা হয়েছে। এবারের গানটিও অনেক ভালো গেয়েছেন সানি ভাই।

স্বর্ণা টিভি’র কর্ণধার শাকিল আহমেদ বলেন, সানি ভাইয়ের সাথে এই প্রথম কাজ। প্রথম গানটি শোনেই আমার খুব ভালো লাগে । আশা করছি ভালো কিছু হবে। এছাড়াও সানি ভাইকে নিয়ে আরো দুটি গানের পরিকল্পনা চলছে।

উল্লেখ্য- ‘মায়ারজাল’ সানি আজাদের ৩৪তম মৌলিক গান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top