সকল মেনু

ফের বাড়ল সোনার দাম

প্রতিবেদক : প্রতি ভরিতে দুই হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে দেশের বাজারে সোনার নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি সোনার সর্বোচ্চ ক্রয়মূল্য হবে ৭৪ হাজার ৩০০ টাকা। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। শনিবার থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈশ্বিক অস্থিরতা ও আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ার কারণে এ মূল্য বাড়িয়েছে বাজুস।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top