ফ্যাশন প্রতিবেদক : ‘রোজ ফেয়ার কালেকশন’। ২৪ ঘন্টা অনলাইনে বসেই কিনতে পারবেন আপনার পছনের সব শাড়ি। তাদের রয়েছে বিভিন্ন দামের তাঁতের শাড়ি, জামদানি, সিল্ক এবং সিপনের কাজসহ নানা ডিজাইনের শাড়ি। বিভিন্ন দামের শাড়ি রয়েছে এখানে। কিনে নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ি। ঘরে বসে অর্ডার দিন প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পরিশোধ করুন।
ঢাকার বাইরে এস এ পরিবহণ এর মাধ্যমে পণ্য কিনে নিন। আপনি যদি এস এ পরিবহন কুরিয়ার ব্যতীত সুন্দরবন, কন্টিনেন্টাল, অন্য কুরিয়ার সার্ভিসে নিতে চান, তবে আপনাকে বিকাশের মাধ্যমে অগ্রিম মূল্য পরিশোধ করতে হবে। ডেলিভারীথচার্জ অগ্রিম পরিশোধ করতে হবে। কুরিয়ার ডেলিভারী চার্জ ১২০/- টাকা। হোম ডেলিভারী চার্জ ৮০/- টাকা।